দোহার উপজেলা ভাইস চেয়ারম্যানের আরোগ্য কামনায় দোয়া

627

দোহারে শুক্রবার জুম্মার নামাযের পর উপজেলা জামে মসজিদে জাতীয়তাবাদী অনলাইন গ্রুপ, দোহার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা ভাইস-চেয়ারম্যান মাসুদ পারভেজের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয় ও তবারক বিতরণ করা হয়।বর্তমানে তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিসিইউ তে চিকিৎসাধীন আছেন। উক্কত দোয়ার মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি আবু হাশেম,সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুল আউয়াল আকন্দ,জয়পাড়া পূর্ব বাজার সভাপতি করিম বেপারী, জয়পাড়া কলেজের ভি.পি আতিকুর রহমান সুয়েম, ঢাকা জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা সুমন মৃধা, থানা ছাত্রদল সাধারন সম্পাদক সামীম আহম্মেদ টগর, ছাত্রদল কর্মি কবির,কাইয়ুম মোল্লা,মিশুক মনির, হাবিবুর রহমান ঠান্ডুসহ আরো অনেকে।এ সময় ৩৫০ প্যাকেট তবারক বিতরণ করা হয়।

আপনার মতামত দিন