দোহার উপজেলা প্রশাসনের জরুরি গণবিজ্ঞপ্তি

229

সম্মানিত দোহার উপজেলা বাসীঃ

আগামি শনিবার সকাল ৯ ঘটিকা থেকে দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন লার্নার ড্রাইভিং লাইসেন্সে করা হবে।

যারা লাইসেন্স করতে ইচ্ছুক তাদের সবাইকে প্রয়োজনীয় কাগজ নিয়ে যথা সময় উপস্থিত থাকার জন্য বলা হলো।

প্রয়োজনীয় কাগজ পত্রঃ

১) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

২) ১ কপি পি পি সাইজ ফটো

৩) স্কুল সাটিফিকেটের কপি ( নুন্যতম অষ্টম শ্রেনী)

৪) মেডিকেল সার্টিফিকেট

উইথ ফটো & ব্লাড গ্রুপ.

৫) ফি জমা( ১-৩৯৫, ২-৫৬৮)

অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়সসীমাঃ

১) নূন্যতম (১৮),

২) পেশাদার (২১)

স্থান:দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

বিজ্ঞপ্তি প্রকাশেঃ জ্যোতি বিকাশ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি), দোহার উপজেলা প্রশাসন।

আপনার মতামত দিন