দোহার উপজেলা প্রশাসনকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর

126

ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে দোহার উপজেলা পরিষদকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

উপহার সামগ্রী গ্রহণ করেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী অফিসার (ইউএন‌ও) এএফ‌এম ফিরোজ মাহমুদ। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো.মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী,নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন দারানী প্রমুখ।

আপনার মতামত দিন