দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন দূর্গাপুজার মন্ডপ পরিদর্শন|

242

প্রতিবেদক মারুফ ও শরীফ হাসান নিউজ৩৯ঃ সোমবার সন্ধ্যায় দোহারে হিন্দু ধর্মাবলীরা তাদের সবচাইতে বড় উৎসব দূর্গাপুজার বিজয় ষষ্টী পালন ও উৎযাপন করেন। এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা সোমবার সন্ধ্যায় বিভিন্ন মন্ডপ ঘুড়ে হিন্দু ধর্মাবলীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি নয়াবাড়ী, কুসুম হাটি ইউনিয়ন সহ বিভিন্ন মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষন ও দুর্গাপূজার সার্বিক অবস্থা সম্পর্কে খোজ খবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটিসহ হিন্দু ধর্মাবলম্বীদের কে বলেন, আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। এখানে সবাই ভাই ভাই। সারাদেশের ন্যায় দোহার উপজেলাতেও পুজা উদযাপন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।এ সময় প্রশাসন সর্বত্র আপনাদের পাশে আছে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, নয়াবাড়ী উইনিয়ন চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান সহ আরো অনেকে।

আপনার মতামত দিন