দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দোহার গ্রীন আর্মির সাক্ষাত

668
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দোহার গ্রীন আর্মির সাক্ষাত

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে দোহারের সামাজিক সংগঠন দোহার গ্রীন আর্মি। বৃহস্পতিবার দুপুর ২ টায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সাথে দেখা করেন গ্রীন আর্মির সদস্যরা। এই সময় গ্রীন আর্মি দোহারে যে সকল সামাজিক কাজ করে চলেছে তা আফরোজা আক্তার রিবাকে জানানো হয়। এই সময় আসন্ন বৃক্ষমেলা উপলক্ষে গ্রীন আর্মির পরিকল্পনাও তুলে ধরা হয়। এই সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা গ্রীন আর্মির সব ধরনের সামাজিক কাজে অংশ গ্রহন করার ও সহায়তা করার ঘোষনা দেন। এই সময় গ্রীন আর্মির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজী মারুফুল হাসান, তাজিন আহমেদ তন্ময়, ইমরান হোসেন, শেখ তানভীর তৌহিদ ইমনসহ গ্রীন আর্মির সদস্যরা।

এ সময় দোহার গ্রীন আর্মির পক্ষ থেকে নির্বাহী অফিসারকে একটি বনসাই উপহার দেয়া হয়।

আপনার মতামত দিন