দোহার উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন

    1235

    শারিফ হাসানঃ মংগলবার বিকাল ৫টায়  এক প্রেস রিলিজের মাধ্যমে ঢাকা  জেলা দক্ষিণ ছাত্রলীগ, দোহার উপজেলা ছাত্রলীগের ১১(এগারো) সদস্যের এবং দোহার পৌরসভার ৫(পাঁচ) সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১(এক) বছর এই কমিটি পরিচালিত হবে।

    চিত্রঃ পৌরসভা ছাত্রলীগ। (১) নিজাম – সভাপতি, (২) মিজান – সাধারণ সম্পাদক

    দোহার উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মোঃ উদয় হাসান ও সাংগাঠনিক সম্পাদক পদে শাহরিয়ার আহমেদ ফাহিম,তামজীদ হোসাইন প্রান্ত, মিনহাজ হোসেন সীমান্ত, মেহেদি হাসানকে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে শাকিল হাসান, আব্দুল মান্নান,নজরুল ইসলাম,রাহাত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শহীদুজ্জামান ভূঁইয়া শহিদ, সোহান বিশ্বাস কে মনোনয়ন দেয়া হয়েছে।

    এছাড়া ৫(পাঁচ) সদস্যের দোহার পৌরসভা কমিটিও ঘোষণা করেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ। সভাপতি পদে পাপেল মাহমুদ নিজাম, সহ সভাপতি পদে রাশেদুল হাসান চঞ্চল, আকিব হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান সাদ্দাম, সাংগাঠনিক সম্পাদক পদে শামীম আহমেদকে ১(এক) বছরের জন্য মনোনয়ন দিয়েছে।

    আপনার মতামত দিন