দোহার উপজেলা কৃষকলীগের সভাপতির মৃত্যু

168

ঢাকা জেলার দোহার উপজেলা কৃষকলীগের সভাপতি, স্বাধীনতার পর দোহার উপজেলা ছাএলীগের প্রথম সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ শনিবার সকাল দশটায় মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে দোহার উপজেলা আওয়ামী লীগ,কৃষকলীগ,ছাত্রলীগে শোকের ছায়া নেমে আসে তারা সবাই তার জন্য দোয়া করেন।

তার মৃত্যু নিশ্চিত করে দোহার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান হিমু। তিনি জানান, শনিবার সকাল দশটায় Icu তে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ ভাই মৃত্যু বরন করেছে। তিনি বার্ধক্যজনিত কারণে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের Icuতে ভর্তি ছিলেন। তিনি মৃত্যুকালে দুই ছেলে রেখে যান। তার জানাযার নামাজ শনিবার বাদ আসর নামাজের পর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে হোসাইনিয়া কবরস্থান, নারিশা পশ্চিম চর, দোহার, ঢাকা দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের প্রতি শোক ও শ্রদ্ধা নিবেদন করের বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি মোঃআবুল হোসেন, ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন এবং দোহার উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক হামিদুর রহহমান খান হিমু সহ সকল কৃষক লীগের নেএী বৃন্দ।

আপনার মতামত দিন