“দোহার উপজেলার সেরা সরকারি পদ্মা কলেজ”

635

১৬ ডিসেম্বর দোহার উপজেলায় সরকারি জয়পাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস কুচকাওয়াজ ও ডিসপ্লে -তে সেরা হয়েছে সরকারি পদ্মা কলেজ। অত্র কলেজের রোভার স্কাউট দলটি সম্পাদক মোল্লা মোঃ ইমদাদুল হক চান স্যারের নেতৃত্বে ডিসপ্লেতে অংশগ্রহন করে প্রথম স্থান অধিকার করে। কলেজের এই সাফল্য সম্পর্কে জানতে চাইলে সরকারি পদ্মা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব জালাল হোসেন নিউজ৩৯ কে বলেন,এটি একটি সামষ্টিক ও ধারাবাহিক প্রক্রিয়া ও প্রচেষ্টার সফলতা। দীর্ঘদিন ধরেই ঢাকা দক্ষিণে সরকারি পদ্মা কলেজ ফলাফল ও সহ- শিক্ষা কার্যক্রমে নিয়মিত সফলতা অর্জন করে আসছে। ইনশাআল্লাহ, আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন