দোহারে ৯ মাদক ব্যবসায়ী আটক

460

দোহার উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকরা হলো- উপজেলার উত্তর জয়পাড়া এলাকার শহিদুল ইসলাম, চরকুশাই এলাকার মিরাজ, পশ্চিম রায়পাড়া এলাকার ফারুক, কার্তিকপুর এলাকার আবুল বেপারীর ভাড়াটিয়া রাকিবুল ইসলাম ও পশ্চিম ধোয়াইর এলাকার নাঈম।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন মাদক বিক্রির স্পটে দোহার থানা পুলিশের পৃথক অভিযানে এ পাঁচ মাদক ব্যবসায়ীকে ১৫৭ পিস ইয়াবা, ৩৭ পুরিয়া গাঁজা ও ৮৭ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। পরে আটকদের নামে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।

আপনার মতামত দিন