দোহারে ৭ ডাকাত আটক, ডাকাতসহ বাবা-পুত্র গুরুতর আহত

312

স্টাফ রিপোর্টার ♦ গতকাল রাতে দোহার থানার মুকসেদপুর, শিমুলিয়া ও মালিকান্দা গ্রামে একযোগে ৩টি ডাকাতির ঘটনায় এলাকাবাসীর ধাওয়া খেয়ে ৭ ডাকাত আটক হয়েছে। অপরদিকে শিমুলিয়াতে কবরস্থানের কাছে ডাকাতির ঘটনায় ডাকাতকে আটক করতে গেলে দেলোয়ার হোসেন (২৮) মারাত্মকভাবে মাথায় আঘাত পান, তাকে বাঁচাতে তার পিতা (৫৮) ও পিঠে দেশীয় ছ্যান দ্বারা মারাত্মকভাবে জখম হন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়। এদিকে ঐ একই ঘটনায় এলাকাবাসি এক ডাকাতকে আটক করে ও বেদম মার দেয়। বর্তমানে তাকে দোহার থানা সরকারি হসপিটালে পুলিশ প্রহারায় চিকিৎসা চলছে। আটক ৭ ডাকাতের মাঝে ৩ জনের বাড়ি মালিকান্দা গ্রামে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে ডাকাতির ব্যাপারে প্রশাসন কোন ব্যাবস্থা না নেয়াতে এবং নিয়মিত ডাকাতির ঘটনায় দোহার-নবাবগঞ্জবাসির মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রতিটি পাড়া-মহল্লায় নিজ উদ্দ্যগে পাহাড়ার ব্যাবস্থা করা হয়েছে।

আপনার মতামত দিন