দোহারে ৫৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

1134

দোহার উপজেলার মুকসদপুর ইউনিয়নের পূর্ব মৌড়া এলাকা থেকে ৫৫পিচ ইয়াবাসহ রবিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানার এস আই তানভীর মোর্শেদ এবং এসআই সৈয়দ জহুরুল হক।

আটককৃত রবিন উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৫ এপ্রিল বিকেল পাঁচটার দিকে আরেক মাদক ব্যবসায়ী জার্মান মোড়লের বাড়ি থেকে রবিনকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ  আটক করে পুলিশ। পরে পুলিশ তাকে আটক করে দোহার থানায় নিয়ে আসে।

এ বিষয়ে দোহার থানার দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, বরিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী । তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং-৭(০৪)১৭ খ্রিঃ ধারা-১৯৯০ সনের মাঃ দঃ নিঃ আইনের ১৯(১) এর ৯(খ)/২৫।

আপনার মতামত দিন