দোহারে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

823

দোহারে ১২ বছর পালিয়ে থাকার পর ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. মিজানুর রহমানকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

আটককৃত মিজানুর উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামের ফরিদ চোকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দোহার থানা পুলিশের এস আই আল-মামুন এবং এ এস আই হাবিবের নেত্বতে দোহার থানা পুলিশের একটি বিশেষ দল মিজানুরের বাড়ি থেকে তাকে আটক করে। পরে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। যার দোহার থানায় মামলা নং ১১(১১)০৩।

আপনার মতামত দিন