ঢাকা জেলার দোহার উপজেলায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য মেহনাজ মান্নানের পক্ষ থেকে শাহিন খন্দকারের নেতৃত্ব উপজেলার শনিবার ও রবিবার ফুলতলা বাজার ও নারিশা বাজারে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে নারিশা মাদ্রাসায় জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে
-আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে।মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দরা বলেন, রাষ্ট্র নায়ক তারেক রহমানের এই ৩১ দফা আমরা প্রত্যকের ঘরে ঘরে পৌঁছে দিবো। এই ৩১ দফা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা এই কার্যক্রম চলমান রেখে যাবো।
লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ্যাড মনির হোসেন রানা, ঢাকা জেলা যুবদলের সাবেক যগ্ন আহ্বায়ক এ্যাড.ফজলুল হক বেলায়েত, দোহার থানা ছত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল আকন্দ, রায়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হালীম, নারিশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হারুন উর রশীদ, দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিঠু বেপারী, সাবেক ছাত্রনেতা সোহেল বেপারী, দোহার থানা ছাত্রদলের সাবেক সভাপতি কবির শেখ, ঢাকা জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক লাভলু শিকদার, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হাওলাদার, দোহার উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক মো. বোরহান মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মো. রাসেল, বিএনপি নেতা জয়ধর আলী, সৌদিআরব বিএনপির সহ সভাপতি গোলাপ খান, যুব নেতা তাজুল খান, বিএনপি নেতা আব্দুস সালাম, বিএনপির নেতা মনির সহ আরো অনেকে।