দোহারে ৩টি স’মিলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

290
দোহারে ৩টি স'মিলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দোহারে মঙ্গলবার সকালে ‘স’ মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় ৩টি স’মিলকে লাইসেন্স হালনাগাদ না থাকায় জরিমানা ও সতর্ক করা হয়।

মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে ও দোহার থানা পুলিশের সহযোগিতায় জয়পাড়া, লটাখোলা ও করম আলী মোড়ে ১০টি স’মিলে অভিজান চালায়। এসময় ৩টি স’মিলে লাইসেন্স হালনাগাদ না-থাকায় মোয়াজ্জেম হোসেনকে ২ হাজার, নূর জাহান স’মিলের মালিক মো শাখাওয়াতকে ২ হাজার এবং হযরত আলী স’মিলের মালিক আব্দুস সোবহানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে তাদেরকে সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলার বন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন