দোহারে ৩টি বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা

51
দোহারে ৩টি বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা

ঢাকা জেলার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য ৩টি বাল্যবিবাহ বন্ধ করে বাল্যবিয়ে প্রতিরোধে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করেন।

শুক্রবার (১৯শে এপ্রিল) দোহার উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন দোহার উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ মামুন খান।

এসময় তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট নিয়মিত চলমান থাকবে।

এসময় উভয়পক্ষের পিতা-মাতা ও অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পিতা-মাতা, অভিভাবক কর্তৃক আইনবহির্ভূতভাবে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পন্ন হইয়া বাল্যবিবাহ সম্পন্ন করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ০৩ জনকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, দোহার থানা পুলিশ ও সঙ্গীয় আনসার সদস্যগণ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

আপনার মতামত দিন