দোহারে ৩জনকে কুপিয়ে গুরুতর জখম: লুটপাট ও ভাংচুর

296

মোঃ ফারুক আহমেদ ♦ ঢাকার দোহার উপজেলার চরজয়পাড়া গ্রামে দুস্কৃতকারীরা ৩জনকে কুপিয়ে গুরুতর জখম, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট দোহার উপজেলার চর জয়পাড়া গ্রামে জিল্লর রহমানের বাড়িতে ৪-৫ জন দুস্কৃতকারীরা প্রবেশ করে লাল মিয়া(৫১),তার স্ত্রী শিউলি বেগম(২৬),মেয়ে লায়মা(৫)কে কুপিয়ে গুরুতর জখম করে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করেছে। এঘটনায় থানায় উভয় পক্ষ মামলা করেছে।
এব্যাপারে দোহার থানার ওসি শেখ বশির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

আপনার মতামত দিন