দোহারে ২৫৩ পরিবারের মাঝে সরকারের ‘ঈদ উপহার’ বিতরন

34
দোহার

ঢাকা জেলার দোহার উপজেলার  বিভিন্ন শ্রেনীপেশার ২৫৩টি পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে দোহার উপজেলা প্রশাসন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এই উপহার সামগ্রী তুলে দেন। এই পরিবারগুলোর মাঝে আছে দোহারের মৈনট ঘাটের ৬০ জন ট্রলার চালক, পৌর এলাকার ভাসমান ৭০টি পরিবার এবং ১২৩ জন বাউল শিল্পী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  আফরোজা আক্তার রিবা বলেন, ঈদের দিনে কেউ যাতে খাদ্য সংকটে না থাকে সেকথা বিবেচনায় নিয়ে আমরা সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। খাদ্য সামগ্রী বিতরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে দোহার থানা পুলিশও সহযোগিতা করছে আমাদের।

এসময় সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিশেষ করে ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি সংকটে থাকা মানুষের ঘরে।

আপনার মতামত দিন