দোহারে ১৭ ও ২৬ শে মার্চ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

232
দোহারে ১৭ ও ২৬ শে মার্চ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় ১৭ মার্চ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা দোহার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ৮ই মার্চ দুপুরে দোহার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা টি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস কি করে সুন্দর ও সাফল্য মন্ডিত করা যায় সে লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি রজ্জব আলী মোল্লা,  ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো জসিমউদ্দীন, জয়পাড়া কলেজ অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মুকসুদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান,  দোহার থানা এসআই নয়ন মিয়া, দোহার উপজেলা মহিলা বিষয়ক অফিসার রাহিমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঃ রকিব হাসান, আনসার ভিডিপির অফিসার সালেহা বেগম।

আপনার মতামত দিন