দোহারে ১১০ পুরিয়া হেরোইন সহ আটক ১

605

দোহার থানায় মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে ১১০ পুরিয়া হেরোইন সহ ১জঙ্কে আটক করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো: আনোয়ার কবিরাজ  ওরফে  আঙ্গুর কবিরাজ (৪৭), পিতার নাম-মৃত ছকুলদ্দিন কবিরাজ, সাং-নাগেরকান্দা, থানা-দোহার।

দোহার থানার এসআই মো: নুরুল ইসলাম সহায়তায় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

আপনার মতামত দিন