দোহারে ১০৮ পিছ ইয়াবাসহ আটক ২

231

দোহার উপজেলায় পুলিশের অভিযানে ১০৮ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত হলেন উপজেলার শিলাকোঠা গ্রামের মান্নান মোল্লার ছেলে নাঈম মোল্লা(২৪),ইকরাশি গ্রামের জয়দেব সাহার ছেলে জনি সাহা(১৯)।

পুলিশ সুত্র জানান,গত শনিবার রাত্র সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার ইকরাশি গ্রামের কাচারীঘাট মোড় পাকা রাস্তার উপর পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নাঈম ও জনিকে অভিযান চালিয়ে আটক করা হয়।এ সময়ে তার দেহ তল্লাশী করে ১০৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।পরে আটককৃত মাদক ব্যবসায়ীর নামে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশোধন/০৪ এর ১৯(১) টেবিল ৯(খ) ধারায় মামলা রুজু করে গতকাল রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন জানান,মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।গত পাচঁ পল্লিশ কার্যদিবসে শতাধিক পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে আদালতে সোপর্দ করেছেন। আশারাখি অচিরেই দোহারকে মাদকমুক্ত করতে সক্ষম হবো।

আপনার মতামত দিন