দোহারে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

598
দোহারে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

দোহারের বিলাশপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে গত ২৮ শে জুন মঙ্গলবার বিকাল ৫ টায় নিজ বাড়ীর সামনের রাস্তা পাড় হতে গিয়ে একই গ্রামের সিরাজ শেখের ছেলে রাসেলের মোটর সাইকেলে গুরুতর আহত হন আব্দুল রাজ্জাক কারাল (৭০) নামের এক বৃদ্ধা। স্থানীয়রা তাকে আহত অবস্থায় চিকিসার জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে নিয়ে গেলে রোগীর অবস্থা গুরতর দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেলে হতান্তর করেন। সেখান থেকে তার স্বজনরা গতকাল বাড়ীয়ে নিতে আসেন।

আজ সকালে হঠাৎ করেই তার অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু বেলা আড়াইটায় তিনি মৃত্যু বরন করেন। মৃতুকালে রাজ্জাক কারাল তিন সন্তান রেখে গেছেন।

নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় ইউপি মেম্বার ফরহাদ হোসেন সিরাজ শেখের নিকট টাকা খেয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এ বিষয়ে অভিযুক্ত মেম্বার ফরহাদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

এ বিষয়ে থানায় মামলা গ্রহনের প্রস্তুতুতি চলছে বলে নিউজ ৩৯ কে জানিয়েছেন নিহতের স্ত্রী নূর জাহান বেগম।

অন্য খবর  মোটর সাইকেল দুর্ঘটনায় জয়পাড়া কলেজের ছাত্র নিহত

 

আপনার মতামত দিন