দোহারে সড়ক দুর্ঘটনায় আহত ৮

252

ঢাকার দোহার উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার মেঘুলা ও চরকুসাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বুধবার সকালে উপজেলার মেঘুলা এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত হয়। আহতরা হলেন, বাবু (১৫), ইউসুফ( ২০), আলামিন ( ২০), সজিব (১৮) ও চালক রনি।

একই দিন সকালে উপজেলার চরকুসাই থেকে মৈনট ঘাটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে  মো. রমজান ( ২১), মো. রিপন ( ২৮) ও ট্রাক চালক মো. রফিক আহত হয়।

আহতদের উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আপনার মতামত দিন