দোহারে স্বেচ্ছাসেবকলীগের শীত বস্ত্র বিতরন

155
দোহারে স্বেচ্ছাসেবকলীগের শীত বস্ত্র বিতরন

ঢাকার দোহারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলার উদ্দ্যোগে শীত বস্ত্র( কম্বল) বিতরণ করা হয়েছে। গত বুধবার রাতে দোহার উপজেলা নারিশা ইউনিয়নের ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর বেপারীর নিজ বাসায় প্রায় ৮ শতাধিক কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।

এ সময় নির্মল রঞ্জন গুহ তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি তারই সেবার ধারাবাহিকতায় আজ আমাদের ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারীর নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দলের রাজনৈতি করে না মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে দেয়।মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সকলে দোয়া করবেন তিনি বেঁচে থাকলে বেঁচে থাকবে দেশের মানুষ।

এ সময় মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরুল আলম সুরুজ, রাহুল দাস, রাজিব শরীফ, শাহিনুউল ইসলাম, লুৎফর রহমান, শেখ রুনু সহ আরো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মীগণ।

আপনার মতামত দিন