দোহারে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদন্ড

140
দোহারে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদন্ড

ঢাকার দোহার উপজেলায় মঙ্গমলবার (২৪শে নভেম্বর) সকালে করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দোহার উপজেলার সহকারি কমিশনার (ভূমি)জ্যোতি বিকাশ চন্দ্র এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দোহার উপজেলার সহকারি কমিশনার (ভূমি)জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনার দ্বিতীয় অধিবেশন জন্য সরকার মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে তাই সবার সুরক্ষা জন্য এ অভিজান অব্যাহত থাকবে। এসময় ৮টি মামলা ও ১০জন কে ১হাজার৭শত টাকা মাস্ক না পড়ার অপরাধে অর্ধদন্ড দেয়া হয়।

এসময় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক ব্যবহার বিষয়ে অধিকতর সচেতন করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় অভিযানে সহযোগিতা করেছে দোহার থানা পুলিশ ফোর্স।

আপনার মতামত দিন