দোহারে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদযাপন

356

মো: মামুন♦ দোহার থানা প্রশাসন কর্তৃক আড়ম্বরপূর্নভাবে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আ: মান্নান খান, বিশেষ অতিথি ছিলেন থানা নিবার্হী অফিসার রথীন্দ্রনাথ দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান খোকন শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আনারকলি পুতুলসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ এবং এর অংগ প্রতিষ্ঠানের নেতা-নেত্রীসহ জনসাধারণ। অনুষ্ঠানটি প্রবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠ সহ শুরু হয়। এরপর দোহার থানার শিক্ষা-প্রতিষ্ঠান, পুলিশ, আধা-সামরিক বাহিনী কুচকাওয়াচ ও সালাম প্রদর্শন করে। অনুষ্ঠানে মহান স্বাধীনতাযুদ্ধে আত্ম-ত্যাগের স্বীকৃতি স্বরুপ সকল মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “৭ই মার্চ বঙ্গবন্ধুর মাধ্যমে স্বাধীনতার শুরু হয়। পরবর্তীতে তার সোনার বাংলা গড়ে তোলার আগেই একদল কুচক্রী তাকে হত্যা করে। এখন দেশ এগিয়ে চলছে বঙ্গবন্ধুর সুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।” তিনি শিক্ষকদের ছাত্রদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন এ সরকার মুক্তিযোদ্ধাদের সরকার। মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য চাকুরী ক্ষেত্রে ৩০(ত্রিশ) শতাংশ কোটা রাখা হয়েছে। তিনি মুক্তিযোদ্ধাদের এক থাকার আহবান জানিয়ে বলেন, আপনারা এক থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা সামনে এগিয়ে যাব। এছাড়া, তার নিজের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগীতার প্রতিশ্রুতি দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। পরবর্তীতে মন্ত্রী ব্লাড গ্রুপিং কার্যক্রম উদ্বোধন করেন। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছোট নাটিকা অভিনীত হয়।

আপনার মতামত দিন