দোহারে স্বাক্ষরতা দিবস পালিত 

316
দোহারে স্বাক্ষরতা দিবস পালিত 

ঢাকা জেলার দোহার উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ আলোচনার সভা উদ্ভোধন করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ। দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে স্বাক্ষরতা দিবস পালিত হয়।

 

এ সময় দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, এই বছর করোনা দুর্যোগের কারণে যতটা সম্ভব সংক্ষিপ্ত পরিষরে পালন করতেছি,আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।আপনারা হয়তো জানেন আমাদের স্বাক্ষরতার হার ছিল ১৪.৭০শতাংশ।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই কিন্তু এই স্বাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত এ মদ্ধ্যে কিন্তু স্বাক্ষরতার একটি বিপ্লব ঘটেছে। ১ কোটি ৮০ লক্ষ লোক কিন্ত এই ৫ বছরে স্বাক্ষরতা অর্জন করেছেন। এর জন্য কিন্তু মানবীয় প্রধান মন্ত্রী আন্তর্জাতিক স্বাক্ষরতা পুরস্কার পেয়েছে,আপনারা বাচ্চাদের জন্য যারা অনলাইন ক্লাস করাচ্ছেন এর মাঝেই ৫ মিনিটের জন্য স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বাচ্চাদের সচেতনা মূলক বানী তুলে ধরবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন দোহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষকগন।

আপনার মতামত দিন