দোহারে স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

135
দোহারে স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা জেলার দোহার উপজলায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই বছরের স্বদেশ প্রত্যাবর্তনের মুল প্রতিপাদ্য ছিল “শেখ হাসিনার নেতৃত্বে তোমার পথেই হাটছে দেশ  এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”।  সকালে আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী উপস্থিত থাকার কথা ছিলো মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ সাংসদ সালমান ফজলুর রহমান এম পি।  উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন।

দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণে নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী এর সঞ্চালনায় উপজেলা পরিষদের আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, দোহার পৌরসভা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল হক বেপারী, মোল্লা বেলাল হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্ল্যা, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, সাজ্জাদ হোসেন সুরুজ, বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন মোল্ল্যা, মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, মুকুসুদপুর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, সুতারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরুজ বেপারী, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হাবীবুর রহমান, দোহার পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সালাহউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হোসাইন সহ উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আপনার মতামত দিন