দোহারে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

575
প্রেমিকের সঙ্গে অভিমান করে দোহারে কলেজছাত্রীর আত্মহত্যা

ঢাকার দোহার উপজেলায় সোমাইয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঐ ছাত্রীর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। সোমাইয়া উপজেলার পূর্ব সুতারপাড়ায় এলাকার মৃত দিদারের মেয়ে। সে ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সোমাইয়ার মা ছেলেকে ডাক্তার দেখাতে ঢাকায় যায়। এসময় বাড়িতে সোমাইয়া, ওর আরেক ভাই ও দাদি ছিলেন। বিকালে সোমাইয়াকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পাশের ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দোহার থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ মঙ্গলবার রাতেই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন