এসএসসি পরীক্ষায় দোহারে আবারো সেরা ড্যাফোডিলস স্কুল

1725
দোহারে সেরা ড্যাফোডিলস

ঢাকার দোহার উপজেলায় উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে দোহারের মইতপাড়ায় অবস্থিত ড্যাফোডিলস হাই স্কুল।

রবিবার(৩১মে) এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বরাবরের মত এ বছরও দোহারের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ড্যাফোডিলস হাই স্কুল। এ বছর ড্যাফোডিলস স্কুল থেকে মোট ৭৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। শতভাগ পাশ সহ এদের মধ্যে ৪২ জনই “এ+” প্রাপ্ত হয়। এছাড়াও বাকি ৩৪ জন “এ” গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়।

ড্যাফোডিলস হাই স্কুলের সাফল্য

এস.এস.সি. পরীক্ষা-২০২০ এ ড্যাফোডিলস হাই স্কুলের ৪২ জন শিক্ষার্থী জি.পি.এ-৫ (A+) পাওয়ার গৌরব অর্জন করেছে। তন্মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ জন এবং মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী A+ পেয়ে ড্যাফোডিলস হাই স্কুলকে আলোকিত করেছে।

আপনার মতামত দিন