দোহারে স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বস্ত্র বিতান

37
দোহারে সেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বস্ত্র বিতান

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জয়পাড়া লটাখোলা চরজয়পাড়া সার্বজনীন মন্দিরে ৫০ টি পরিবারের মাঝে এ বস্ত্ৰ বিতরণ করা হয়।

বস্র বিতানের সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সহধর্মিণী
বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এই শারদীয়া দূর্গা উৎসব। এবার আমাদের দোহার উপজেলায় ৪০ টি মন্দিরে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের সহধর্মিণী আলো গুহ, নির্মল রঞ্জন গুহের ছোট ছেলে আঞ্জন গুহ,ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারি, সহ সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, দোহার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিতাভ পাল অপুসহ আরো অনেকে।

আপনার মতামত দিন