দোহারে সুতারপাড়া ইউনিয়নে শীতার্ত মাঝে কম্বল বিতরণ

77
দোহারে সুতারপাড়া ইউনিয়নে শীতার্ত মাঝে কম্বল বিতরণ

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় সুতারপাড়া ইউনিয়নে অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বিলাশপুর ইউনিয়নে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে দুইশত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আলমগীর হোসেন বলেন, মানুষের জন্য মানুষ এগিয়ে আসবে এটাই আমাদের ধর্ম। আমাদের সবার উচিত নিজের সাধ্য মত গরিব অসহায় মানুষকে পাশে দাড়ানো।গরিব অসহায়দের সুযোগ সুবিধাও আমাদের সবার দেখতে হবে।

সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারি,বশির উদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন