দোহারে শুরু হয়েছে প্রাতিষ্ঠানিক সিরিজ চুরি

314

টুটুল/আলমাস, নিউজ৩৯ :: দু’মাস আগে বানাঘাটা-২ প্রাথমিক বিদ্যালয়ে চুরির মাধ্যমে শুরু হয় সিরিজ চুরি। এরপর চুরি হল ভূমি অফিসে। মার্চ মাসের শেষে চুরি হয় উত্তর জয়পাড়া জামে মসজিদে।

এরপর গত বুধবার চুরি হল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে আবারো চুরি হল বানাঘাটা-২ প্রাথমিক বিদ্যালয়ে।

ধারণা করা হচ্ছে কোন সঙ্ঘবদ্ধ দল ও প্রভাবশালী কেউ এই চুরি ঘটনার সাথে জড়িত। শুধু সম্পদের হানিই নয় একই সাথে চুরির সময় খোয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ কাগজ পত্র।

বানাঘাটা-২ প্রাথমিক বিদ্যালয়ে চুরি সম্পর্কে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দেলয়ারা বেগম বলেন,আনুমানিক ২০০০ টাকা ক্যাশ চুরি হয়েছে। আরও কি কি চুরি হয়েছে তা তারা খতিয়ে দেখছেন।

বিষয়টি দোহার থানায় অবহিত করা হয়েছে।

এদিকে ইসলামপুরের মতো স্কুলের পাশের বাজারের আক্তার হসেনের টেইলারস থেকেও চুরি হয়েছে। এতে আনুমানিক ক্যাশ ও ৪৬ পিস কাপড় সহ প্রায় ১৫০০০ টাকা চুরি হয়েছে বলে তিনি নিউজ৩৯ কে জানান।

পাশের মুদি দোকানদার মোক্তার হোসেন জানান, তার দোকান থেকে নগদ ৪০০০ টাকা সহ চালডাল, তেল, চিনি ও বিস্কুটের একটি বড় পরিমাণ সামগ্রী চুরি হয়েছে।

অন্য খবর  জন দূর্ভোগ: দোহারে যাত্রী ছাউনির বেহাল দশা, সংষ্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের

হটাত আইন শৃঙ্খলার অবনতিতে এলাকায় আতংক বিরাজ করছে।

আপনার মতামত দিন