দোহারে সালমান রহমানের নৌকার প্রচারণা অব্যাহত

388

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা দেশবরেণ্য শিল্পপতি জনাব সালমান এফ রহমানের পক্ষে নৌকা মার্কার হয়ে নির্বাচনী প্রচারণা চালানো হয়।

১৪ নভেম্বর দোহারের বাহ্রা ইউনিয়নে এ নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন ঢাকা জেলার (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক উদয় হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ভোটারদের নিকট তোলে ধরা হয়। এবং এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প কিছু নেই বলে জানান।

আপনার মতামত দিন