দোহারে সালমান এফ রহমানের গনসংবর্ধনা সফল করার লক্ষে যৌথসভা

797

 

 

ঢাকা দোহার উপজেলা মুকসুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি ও রাজনৈতিক সুষ্ঠু ধারা নীতিনির্ধারক সালমান এফ রহমানকে আগামী ২৫ই ফেব্রুয়ারি শনিবার গনসংবর্ধনা দেওয়ার জন্য  সর্বস্তরে প্রস্তুতি চলছে ।

এই লক্ষে সালমান এফ রহমানের নিজ ইউনিয়ন মুকসুদপুর জোরালো প্রস্তুতি নিচ্ছে মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান । এই ব্যাপারে তিনি আওয়ামীলীগ নেতাদের নিয়ে যৌথসভার আয়োজন করেন । এসময় অধ্যাপক এম এ হান্নান এর সভাপতিত্বে সভা সঞ্চালন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিলন । শুক্রবার বিকালে মুকসুদপুর ইউনিয়ন চেয়ারম্যানের নিজ বাড়িতে এই যৌথসভার আয়োজন করা হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই জি আর আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহ্সান খোকন সিকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর আলী খান মানিক, কেন্দ্রীয় সেচ্ছাসেবলীগের সদস্য রাহুল দাস, কেন্দ্রীয় ছাত্রলীগের পাট ও শিক্ষাবিষয়ক সহ-সম্পাদক গিয়াস উদ্দিন সোহাগ প্রমুখ ।

আপনার মতামত দিন