দোহারে সামাজিক দুরত্ব নিশ্চিতকরনে প্রশাসনের অভিযান ও অর্থদন্ড

277
দোহারে সামাজিক দুরত্ব নিশ্চিতকরনে

উপজেলায় সরকারি নির্দেশনা না মেনে সামাজিক দূরত্ব বজায় না রেখে একসঙ্গে একাধিক লোক চলাফেরা করায় ৫ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷

শুক্রবার দুপুরে দোহার উপজেলার মেঘুলা ও দোহার বাজারে অভিযান চালিয়ে এই অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জ্যােতি বিকাশ চন্দ্র এর ভ্রাম্যমাণ অাদালত।
বাজার ও রাস্তায় অযথা জনসমাগম সৃষ্টির জন্য ৫ জনকে ৯০০ টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যােতি বিকাশ চন্দ্র বলেন, করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে সরকার। অনেকেই সরকারি নির্দেশনা না মেনে রাস্তায় ঘুরাফেরা করায় এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় তাদেরকে অর্থদন্ড দেওয়া হয়েছে। তাদের পরবর্তী সময়ের জন্য সতর্কও করে দেওয়া হয়েছে৷ তিনি আরো জানান, করোনা সংক্রমণ রোধে দোহারকে নিরাপদ রাখতে অামাদের অভিযান চলমান থাকবে। সকলকে সরকারি আদেশ মেনে চলার অনুরোধ করেন।

উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়ির বাহিরে ঘুরাঘুরি এবং একসঙ্গে একাধিক লোকজন জনসমাগম সৃষ্টি করতে পারবে না৷ এমনকি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হতেও পারবেন না এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেও বলা হয়েছে৷

অন্য খবর  "দোহারের করোনা সন্দেহে পাঠানো রোগীর রিপোর্ট নেগেটিভ"

এ সময় র‍্যাব ও দোহার থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

আপনার মতামত দিন