আসিফ শেখ♦ ঢাকার দোহার উপজেলায় বিষাক্ত সাপের দংশনে শেখ খোরশেদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৭ মে মঙ্গলবার দুপুরে উপজেলার আন্ধার বিলের একটি ডাঙায় ঝোপঝাড় পরিস্কার করতে গেলে তাকে সাপে দংশন করে। পরে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে তার মৃত্যু হয়। শেখ খোরশেদ উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানায়, ৭ মে মঙ্গলবার বেলা ১২টার দিকে মইতপাড়া গ্রামের শেখ খোরশেদ স্থানীয় আন্ধার বিলের একটি ডাঙায় ঝোপঝাড় পরিস্কার করতে যায়। সে সময়ে একটি বিষাক্ত সাপ তার পায়ে দংশন করে। তাৎক্ষণিক বাড়িতে ফিরে তার পরিবারকে জানালে স্থানীয় সাপুড়ে দিয়ে ঝাড়ফোঁক করে। সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তার স্বজনরা মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।
আপনার মতামত দিন