ঢাকার দোহারে জনসমাগম রোধ করার জন্য ও সরকারি নির্দেশনা কার্যকর করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে ও দোহার থানা পুলিশের সার্বিক সহযোগিতায় দোহারের জয়পাড়া বাজার ও পালামগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উল্লেখ্য ব্যবসায়ীদের কথা চিন্তা করে ও অর্থনীতির চাকা সচল রাখতে সরকার আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে দোকান-পাট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেন। কিন্তু কিছু দোকানদার নিয়ম না মেনে এখন থেকেই দোকান খোলা শুরু করে দেয়।
জনাব জ্যোতি বিকাশ চন্দ্র নিউজ৩৯ কে জানান, সরকারি নির্দেশনা মাঠ পর্যায়ে কার্যকর হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু বেশ কিছু ব্যবসায়ী নিয়মের তোয়াক্কা না করে দোকান-পাট খোলা রাখছে। তাই আমরা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করছি বলে জানান জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় সরকারি নির্দেশনা না মানার অভিযোগে ৩ জন কে ৪৫০০ টাকা অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমান আদালত।