দোহারে শ্রেষ্ঠ শিক্ষক হলেন নিউজ৩৯ সম্পাদক

792

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: দোহার উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন পদ্মা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ও news39.net এর সম্পাদক মুহাম্মদ তারেক রাজীব। দোহার উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস তাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন। তারেক রাজীব বর্তমানে দোহার – নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট ( DNSM) এর সভাপতি, দোহার – নবাবগঞ্জ পেশাজীবি পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক, তিনি দোহার প্রেসক্লাবের সাবেক আহবায়ক ছিলেন। তার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। তিনি দোহার নবাবগঞ্জ উপজেলায় সুপরিচিত স্বেচ্ছাসেবী। তিনি বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও, তিনি বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট থেকে সাংবাদিকতায় পিজিডি ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে পদ্মা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক হিসেবে তিনি নিযুক্ত হন।
news39.net তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অপ্রত্যাশিত। এরকম কোন কিছু চিন্তা করিনি। নিজ দায়িত্ববোধ, শিক্ষকতা পেশার প্রতি ভালোবাসা, শিক্ষার্থীদের আলোকিত করতে মোটিভেট করাটা আমার একধরনের ভালোলাগা। মহান আল্লাহর নিকট শুকরিয়া যে তিনি আমাকে এই বয়সে সম্মানিত করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পিতা-মাতা পরিবারসহ পদ্মা কলেজ পরিবারের নিকট, একইসাথে আমার শিক্ষার্থীদেরসহ বিশেষ ধন্যবাদ জানাই অধ্যক্ষ মহোদয় ও উপজেলা প্রশাসন এবং শিক্ষা অফিসকে। এই পুরস্কার ইনশাআল্লাহ আমাকে আরও দায়িত্বশীল করবে। সবার নিকট দোয়া কামনা করছি। জাযাকাল্লাহ খায়ের।

আপনার মতামত দিন