ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে শ্রেনী কক্ষের অভাবে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে দির্ঘদিন যাবৎ শীত, বর্ষা ও গরমের মধ্যে খোলা আকাশের নিচে ক্লাস করায় অসুস্থ্য হয়ে ছাত্ররা স্কুল বিমূখ হয়ে পড়ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী খোলা আকাশের নিচে সহিদ মিনারে কৃষিশিক্ষা ক্লাস নিচ্ছেন। এ ভাবে প্রতিদিন ৪ থেকে ৫টি ক্লাস খোলা আকাশের নিচে করতে হয় বলে জানান বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় সারে ৫ শত। এতো শিক্ষার্থীর জন্য আরো কমপক্ষে ৩ থেকে ৪টি ক্লাস রুম দরকার। বিদ্যালয়টিতে আলাদা প্রধান শিক্ষকের রুম নেই। এক রুমে প্রধান শিক্ষক ও সকল শিক্ষকদের বসার স্থান। আবার সেই রুমেই বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা উপকরন রাখা হয়েছে।
এতো ছাত্র-ছাত্রীর জন্য নগন্য সংখ্যক শ্রেনী কক্ষ দিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হিমশীম খেতে হচ্ছে শিক্ষকদের। নতুন ভবনের জন্য অনেক জায়গা থাকলেও কর্তৃপক্ষের উদাশীনতার কারণে ব্যহত হচ্ছে শিক্ষার মান। কোমলমতি শিক্ষার্থীরা তাদের মনোবল ভেঙ্গে যাওয়ার উপক্রম। কর্তৃপক্ষে নিকট বিদ্যালয়টির সমস্যা গুলি সমাধানের জোর দাবী জানাচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী বলেন, বিদ্যালয়টি ১৯৯৭ প্রতিষ্ঠিত হওয়ার পর সময়ের সাথে পাল্লা দিয়ে ছাত্র/ছাত্রী সংখ্যা বাড়লেও সে হারে শ্রেনী কক্ষ বাড়ে নি। তাই বাধ্য হয়ে শিশুদের খোলা আকাশের নিচে পাঠদান করাতে হয়। আমাদের আরো ৩ থেকে ৪ রুমের খুবই প্রয়োজন।
বিদ্যালয়ের গণিত শিক্ষিক মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়ে রুমের অভাবে শিক্ষা উপকরণ রাখার জায়গা নেই বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন ফল হয়নি। সেগুলো রাখা হয় প্রধান শিক্ষকের রুমে।
আপনার মতামত দিন