দোহারে শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড়

110

ঢাকার দোহারে ফুটপাতের দোকানগুলোয় শীতের পোশাক কেনাকাটার ধুম পড়েছে। আর স্বল্প মূল্যে শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার বিভিন্ন বাজারের রাস্তার পাশের ফুটপাতে দোকান সাজিয়ে শীতবস্ত্র বিক্রেতাদের বসতে দেখা গেছে। এ ছাড়া ভ্যানে করে শীতের পোশাক বিক্রি করতেও দেখা গেছে অনেক বিক্রেতাকে। এসব দোকানে গরম কাপড় কেনাকাটা জমে উঠেছে।

ব্যবসায়ীরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি পাওয়ার সঙ্গে শীতের পোশাকেরও দাম বেড়েছে। সাধ্যের মধ্যে মূল্যে শীতের পোশাক কিনতে দরিদ্র শ্রেণির পাশাপাশি মধ্যবিত্তরাও ভিড় করছেন ফুটপাতের শীতবস্ত্রের দোকানে।

বাজার ঘুরে দেখা যায়, শিশু, নারী, পুরুষসহ সব বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে এ দোকানগুলোয়। জ্যাকেট, লং কোর্ট, উলের পোশাক, শর্ট জ্যাকেটসহ সব ধরনের পোশাকই পাওয়া যাচ্ছে এখানে।

কয়েকজন ক্রেতা জানান, শীত সবে শুরু হয়েছে, এখনই গরম কাপড়ের যে মূল্যবৃদ্ধি পেয়েছে, শীত বাড়লে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। মার্কেটে দাম বেশি হওয়ায় স্বল্পমূল্যে মোটামুটি মানের পোশাক কিনতে ফুটপাতে ভিড় করে ক্রেতারা।

ফুটপাতের শীতবস্ত্র বিক্রেতা মো. রাসেল হোসেনসহ কয়েকজন বলেন, গত বছর যে মূল্যে শীতের কাপড় কিনতে পারছে, তা এবার দ্বিগুণ দাম বাড়ছে। এবার গরম কাপড়ের ক্রয়মূল্য বেশি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

আপনার মতামত দিন