দোহারে শীতার্তদের মাঝে সে টুগাদারের কম্বল বিতরন

775
সে টুগাদারের কম্বল বিতরণ

দোহারের কুসুমহাটি ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন সে টুগেদারের উদ্যোগে উপজেলা কুসুমহাটি ও মাহমুদপুর ইউনিয়নের ৫ শতাধিক অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। আর্ত মানবতার ডাকে সাড়া দিয়ে দোহারের শীতার্ত অসহায় মানুষদের শীতের হাত থেকে রক্ষার উদ্দ্যেশ্যে সে টুগাদার এই কম্বল বিতরনের আয়োজন করে।

১৮ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ৭্নং শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সে টুগাদারের এই কম্বল বিতরন করা হয়। এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন সে টুগাদারের বর্তমান প্রেসিডেন্ট লিয়াকত মাহমুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন কুসুমহাটি ও মাহমুদপুর ইউনিয়নের এক ঝাক উচ্ছল তরুন। এসময় আরও উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী, গ্রামীনফোনের ইঞ্জিনিয়ার এম,এ খান সোহেল, পিয়ার আলী, ইফতেখাইরুল আলম প্রমূখ।

আপনার মতামত দিন