দোহারে শিক্ষার মান উন্নয়নে সমন্বয় সভা

153
দোহার

দোহার উপজেলায় শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে সমন্বয় সভা আয়োজন করেছে দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলীর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. বেনজীর আহম্মদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বর্ণালী রহমান, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খালেক, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, ড্যাফোডিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেন ও মুকসুদপুর শামছুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

আপনার মতামত দিন