দোহারে শহীদ খন্দকারের নেতৃত্বে জাতীয় পার্টির নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান

642
শহীদ খন্দকার

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা শহীদ খন্দকার ও দোহার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদারের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির একাংশর নেতৃবৃন্দ আওয়ামী লীগে যোগদান করেছেন। রবিবার সন্ধায় ঢাকা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমানের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেণ এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেণ।

দোহার উপজেলা জাতীয় পার্টির রফিক তালুকদার বলেন, আমাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ আওয়ামী লীগে যোগদান করেছে। আগামী ৩০ তারিখের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমানকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের সর্বাত্মক ভূমিকা থাকবে।

আপনার মতামত দিন