দোহারে লকডাউনের ষষ্ঠ দিনে ৩১জনকে অর্থদণ্ড

90

ঢাকার দোহার উপজেলায় কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা অমান্য করায় ৩১ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ৩১ জনকে ৬ হাজার ৬শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম বলেন, সরকার ঘোষিত লকডাউনের সময় বৃদ্ধি করা হয়েছে। লকডাউনের বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাই আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন।

সে সময় আরো উপস্থিত ছিলেন দোহার থানা ওসি মোস্তফা কামাল,সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।

আপনার মতামত দিন