দোহারে রুবেল হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

796

দোহারে শুক্রবার বিকালে ডিস ব্যবসায়ী  সায়মন ইসলাম রুবেল মোল্লার হত্যার বিচারের দাবীতে স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। মিছিলটি সুতারপাড়া বাজার হতে শুরু হয়ে দোহার বাজারে এসে শেষ হয়। এতে ঘন্টাব্যাপি যান চলাচল বন্ধ্ থাকে। মিছিলে সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি হেলেন জেরিন খান উপস্থিত ছিলেন। এ সময় দ্রুত তারা প্রধান আসামী বাদল চোকদারের গ্রেফতারে পুলিশ প্রশাসনের নিকট আকুল আবেদন জানান।

আপনার মতামত দিন