দোহারে প্রথম রাত্রিকালীন ক্রিকেট ম্যাচ ও T20 গত ২৭শে মে দোহার মাঠে আয়োজিত হলো প্রথম রাত্রিকালীন ক্রিকেট ম্যাচ ও T20 । DMC একাডেমী আয়োজিত এ টুর্নামেন্টের নাম ছিল DPL (দোহার প্রিমিয়ার লিগ)। এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল মোট ৮টি। ২৭শে মে দোহার মাঠে আয়োজিত হলো এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। রাত ৭.৩০ টায় হ্যালোজেনের আলোতে পুরো মাঠে ছিল ফ্লাড লাইট এর আমেজ। উপস্থিত ছিল প্রায় ১৫০০ দর্শক। ফাইনাল ম্যাচে FRIENDS Xi – DOHAR SPORTING CLUB কে পরাজিত করে। বিজয়ী দলের তানজিল ১৫৭ রানের এক মহাকাব্ব্যিক ইনিংস খেলে ম্যান অফ দ্যা ম্যাচ হন। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন বিজয়ী দলের আসাদ টুর্নামেন্টে সরবোচ্চ উইকেট নেয়ায়। খেলা শেষে সুতারপারা ইউনিয়নএর সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম বাবুল বিজয়ী দলকে ২১” কালার টেলিভিশন ও পরাজিত দলকে ১৪” কালার টেলিভিশন প্রদান করেন।
দোহারে প্রথম রাত্রিকালীন ক্রিকেট ম্যাচ ও T20
আপনার মতামত দিন