দোহারে রহস্যজনক আত্মহত্যা

250

মাঝারুল ইসলাম, নিউজ ৩৯ ♦ শুক্রবার দোহারে রহস্যজনক আত্মহত্যা করেছেন মোঃ মিজান (৩৫)। তিনি কার্তিকপুরের ইফাজ উদ্দিন(মৃত) -এর পূত্র।

জানা যায়, প্রায় বছর দেড় আগে তিনি পরিবার থেকে গ্রাম্য সালিসীর মাধ্যমে পৃথক হন। এরপর তিনি তার সম্পত্তি বিক্রি করে দোহার বাজারের পাশে সোনার বাংলা গ্রামে বসবাস শুরু করেন। গতবছর ২ মেয়ের মধ্যে বড় মেয়েকে তিনি বিয়ে দেন।

প্রতিবেশীরা জানান, মাঝে মাঝে স্ত্রীর সাথে ঝগড়া হলে তার স্ত্রী রাগ করে গিয়ে বোনের বাসায় থাকতেন। তবে গত কিছুদিন এমন কিছু হয় নি বলে তারা জানান।

ভোর রাতের দিকে তার স্ত্রী ঘুম ভেঙ্গে উঠলে বাড়ীর পিছনের গাছে ঝুলন্ত অবস্থায় মিজান দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বেলা ১১টার দিকে দোহার থানা পুলিশ এসে সুরাহাতাল রিপোর্টর জন্য গাছ থেকে লাশ নামিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে থানায় কোনো মামলা হয় নি।

মৃতের স্ত্রী নিউজ ৩৯ কে জানান, কেন কিভাবে, কখন এই ঘটনা ঘটলো তা তিনি কিছুই জানেন না।

আপনার মতামত দিন