দোহারে রঙিন বইয়ের উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

265
দোহারে রঙিন বইয়ের উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

জোবায়ের শরিফ, নিউজ৩৯ঃ সারাদেশের মত ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালন কারা হয়। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের রঙিন বই তুলে দেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত হোসেন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ ও সুরুজ আলম সুরুজ সহ আরও অনেকে।

এরপরে দোহারের স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে যোগ দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তারা।

আপনার মতামত দিন