দোহারে যুবলীগ নেতা আলমগিরের মৃত্যু

960

দোহার উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খানের ঘনিষ্ঠজন জহু-আলমগির খ্যাত মোঃ আলমগির শনিবার রাত ৩টায় অসুস্থ অবস্থায় ঢাকা নেওয়ার পথে মৃত্যু বরণ করেছেন।তার মৃত্যুতে আওয়ামীলীগ ও সংগঠনের নেতা-কর্মিদের মাঝে নববর্ষ ১৪২৫ এর প্রথম দিনে শোকের পরিবেশ নেমে আসে। তার বয়স হয়েছিল প্রায় ৪৮ বছর।  মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২পুত্র ও ১ কন্যা রেখে গিয়েছেন।  শনিবার যোহরের নামাজের পর জয়পাড়া বড় মাঠে তার নামাযের জানাযা হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত দিন