দোহারে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

229

দোহার উপজেলার বহুল কাঙ্ক্ষিত যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো শনিবার। শনিবার জয়পাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সভাপতির অনুপস্থিতিতে উক্ত সভা অনুষ্ঠিত হচ্ছে। বর্ধিত সভার মূল বিষয় ছিলো কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির নির্বাচন।
ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আলম বারকু বলেন, যুবলীগ এদেশের ভবিষ্যৎ নেতৃত্বের স্থান। বংগবন্ধুর সোনার বাংলা গড়তে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, উন্নয়ন ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে এদেশে যুবলীগের বিকল্প নেই। সবাই দলীয় শৃঙ্খলা মেনে চলবেন। কোন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়লে তাকে ছাড় দেয়া হবে না, তার দায় যুবলীগ নিবে না।

দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ বলেন, আমরা দীর্ঘদিন যুবলীগ করেছি। দলকে শক্তিশালী ও পুনর্গঠন করেছি। এখন আমরা চাই যারা আগামীতে যুবলীগের দায়িত্বশীল হবেন, তারা কাউন্সিলের মাধ্যমে দক্ষ ব্যাক্তিই নির্বাচিত হবেন।

উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ঢাকা জেলা যুবলীগের সভাপতি সফিউল আজম ( বারকু), ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নারিশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব সালাউদ্দিন দরানি, ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, দোহার পৌরসভা যুবলীগের আহ্বায়ক মোশারফ দেওয়ান প্রমুখ

আপনার মতামত দিন